আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন পরীক্ষার্থী

আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। গত ৩১ শে মে, ২০২০ তারিখে ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে মানবিক বিভাগ থেকে ৪৬ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ২৪ জনসহ মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং সবাই উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১০০%।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরাঃ

ছাত্র/ছাত্রীর নাম পিতার নাম গ্রাম এসএসসি পরীক্ষার রোল

মোঃ মিনানুর গোলাম রাব্বি

 

মোঃ আলামিন সরদার সমাজ বানিয়াবহু ১৪১৮৬৩

সজীব হাসান

 

শামসুল আলম সমাজ দক্ষিন পাড়া ১৪১৮৬০

মোঃ ইমরান হোসেন

 

মোঃ গোলবার হোসেন সমাজ বানিয়াবহু ১৪১৮৬১

বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছে ০৩ জন শিক্ষার্থী। তারা হলেন, সমাজ দক্ষিণপাড়া গ্রামের মোঃ শামসুল আলম (চাঁদ) মাস্টারের ছেলে সজীব হাসান, সমাজ বানিয়াবহু গ্রামের মোঃ আলামিন সরদারের ছেলে মোঃ মিনানুর গোলাম রাব্বি এবং মোঃ গোলবার হোসেনের ছেলে মোঃ ইমরান হোসেন।

আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত তিন শিক্ষার্থী। ছবিঃ ফেসবুক।

এছাড়াও বিদ্যালয়টি থেকে “এ” গ্রেড পেয়েছে ২৫ জন, “এ-“গ্রেড পেয়েছে ১৮ জন, “বি” গ্রেড পেয়েছে ১৯ জন এবং “সি” গ্রেড পেয়েছে ৫ জন পরীক্ষার্থী।

জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীর মার্কশীট।

আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ এর প্রধান শিক্ষক জনাব মোঃ আসাদুজ্জামান স্যার উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং সাফল্যের এ ধারা অব্যহত রাখার আহব্বান জানিয়েছেন।

আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ এর ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল

আগামী বছর গুলোতে বিদ্যালয়ের সার্বিক ফলাফল কিভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়ে নতুন কিছু পরিকল্পনার কথাও জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার।

উল্লেখ্য, ২০১৫ সালের এসএসসি পরীক্ষাতেও আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ শতভাগ পাশ করার গৌরব অর্জন করে। এছাড়া, গতবছর ( ২০১৯) এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে মোট ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং এর মধ্যে ৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ জন শিক্ষার্থী।

এক নজরে আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ এর বিগত কয়েক বছরের  এসএসসি পরীক্ষার ফলাফলঃ

পরীক্ষার সাল মোট পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা পাশের হার জিপিএ-৫ পেয়েছেন জিপিএ-৫ প্রাপ্তদের নামের তালিকা
২০২০ ৭০ জন ৭০ জন ০০ জন ১০০% ৩ জন Click Here
২০১৯ ৯২ জন ৮৪ জন ৮ জন ৯১.৩০% ৫ জন Click Here
২০১৮ ৭৯ জন ৬৫ জন ১৪ জন ৮২.২৮% ২ জন Click Here
২০১৭ ৫১ জন ৪০ জন ১১ জন ৭৮.৪৩% ১ জন Click Here
২০১৬ ৬৩ জন ৬১ জন ২ জন ৯৬.৮৩% ৩ জন Click Here
২০১৫ ৪৮ জন ৪৮ জন ০ জন ১০০% ৩ জন Click Here
২০১৪ ৪৫ জন ৪৩ জন ২ জন ৯৫.৫৬% ৫ জন Click Here
২০১৩ ৪৭ জন ৪৩ জন ৪ জন ৯১.৪৯% ২ জন Click Here
২০১২ ৪৩ জন ৪০ জন ৩ জন ৯৩.০২% ৩ জন Click Here
২০১১ ৪৫ জন ৩৫ জন ১০ জন ৭৭.৭৮% ৩ জন Click Here
মোট ৫৮৩ জন ৫২৯ জন ০০ জন ৯০.৬৭% ৩০ জন To see full list Click Here

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s