Home

Welcome To The Official Website Of Ashraf Zindani High School, Somaj.


Picture: Ashraf Zindani High School, Somaj


আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন-এর ঐতিহাসিক সমাজ গ্রামে অবস্থিত। স্বাধীনতা উত্তর বাংলাদেশ সংসদের পাবনা জেলার প্রথম সদস্য মরহুম অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী ১৯৭২ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।তিনি ঐতিহাসিক সমাজ শাহী মসজিদে শায়িত, গাঁওছে ছামাদানী রাফিউল মাকামী শাহ্সূফী হযরত আশরাফ জিন্দানী (রহঃ)-এর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন।

আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ-এর প্রতিষ্ঠার পিছনে অনেকেরই অবদান রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যাক্তি জনাব এফ.এ খালেকুজ্জামান। তার অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক থেকে মাধ্যমিক-এ পরিণত হয়। সেই সময় বিদ্যালয়টিতে অসংখ্য বনজ ও ফলজ বৃক্ষাদি রোপণ করে বিদ্যালয়ের শোভা বর্ধনেও তার ভুমিকা অনস্বীকার্য। বিদ্যালয়টিতে বর্তমানে মোট ৪৪৭ জন ছাত্র-ছাত্রী আছে| বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী সাহেবের সুযোগ্যপুত্র, যিনি এলজিইডি এর প্রকল্প পরিচালক, জনাব মমিন মজিবুল হক সমাজী|